ডার্ক ইউটিউব - Onirban Technical |
হ্যালো বন্ধুরা কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভাল আছেন।
আজকে আমি আপনাদের সাথে ইউটিউবের নতুন একটি আপডেট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইউটিবের ডার্ক থিম। মানে একটু কালো ধরনের যেটা আপনারা থাম্বনেইলে দেখেছেন ঠিক হুবুহু সেই রকম। আপনারা সবাই জানেন ইউটিউবের আগের থিম এর কালার ছিল সাদা। এখনো সাদাই আছে আপনাদের শুধু একটু কাষ্টমাইজ করে ডার্ক করতে হবে। ডার্ক করতেই হবে এমন কোন কথা নাই। আপনার যদি ইচ্ছে হয় তাহলেই করবেন। তবে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইউটিউব থিম ডার্ক করবেন। তার আগে আপনাদের আরেকটা কথা বলি এই ডার্ক থিমের কিছু উপকার রয়েছে। তা হচ্ছে আগে মানুষ সারারাত ফেসবুকে কাটাত কিন্তু এখন মানুষ সারা রাত ইউটিউবে কাটায়। এর ফলে নিশ্চই চোখে অনেক ক্ষতি হয়। আপনারা যদি ডার্ক থিম ব্যাবহার করে তাহলে ক্ষতির পরিমান অনেক কমে যাবে। আরেকটা উপকার হলো ব্যাটারি সেভ হবে। তো আমরা কথা বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। নিচের স্ক্রিন শট গুলো দেখুন। আরো ভাল ভাবে বুজতে নিচের ভিডিও টি দেখুন।
স্ক্রিন শট
প্রথমে আমরা প্লে স্টরে যাব
তারপর সার্চ বক্সে YouTube লিখে সার্চ দিব
তারপর open লেখা দেখতেছেন সেখানে Update লেখা দেখবেন সেখান থেকে আপনারা update করে নিবেন।
আর যাদের আপডেট করা আছে তাদের আপডেট করার দরকার নাই।
আপডেট হয়ে গেলে আমরা ইউটিউবে যাব
কোনায় গোল একটি আইকন দেখবেন সেখানে ক্লিক করবেন
settings এ ক্লিক করবেন
Limit mobile data usage এর উপর Dark theme লেখা সেটা অন করে দিবেন।
ব্যাস আপনার কাজ শেষ। দেখুন থিমটি ডার্ক হয়ে গেসে
ভাল লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করেন।