Ads

Breaking

Sponsor

Monday, August 27, 2018

ফিঙ্গার প্রিন্ট লক ব্যাবহার করুন যে কোন মোবাইলে।

Finger prient lock - Onirban Blogs
হ্যালো টিউনার বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন।
টিউনের টাইটেল দেখে অনেকেই অবাক হচ্ছেন এটা কি করে সম্ভব। কারন সব মোবাইলে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকে না হোক না কেন সেটা অনেক দামি মোবাইল। আসলে এটা একটা শখের ব্যাপার। কথায় আছে না শখের দাম লাখ টাকা। কিন্তু যাদের শখ আছে কিন্তু টাকা নেই তাদের নিয়েই আমার আজকের টিউন।
আমাদের মোবাইলে যেহেতু ফিঙ্গার প্রিন্ট সেন্সর নাই তাই আমরা ক্যামেরার সেন্সর দিয়ে কাজ করব। এ জন্য আমাদের একটি এপস লাগবে। এপটি আপনারা প্লে স্টরে পাবেন। প্লে স্টরে ICE UNLOCk লিখে সার্চ দিলে প্রথমে একটি এপ দেখবেন। আর যদি খুজে না পান তাহলে নিচের ভিডিওতে দেয়া ডিস্ক্রিপশনে লিংক দেয়া আছে সেখানে পেয়ে যাবেন।
এপটি যদি সেটআপ করতে না পারেন বা বুজতে কোন অসুবিধা হয় তাহলে নিচের ভিডিওটি দেখে নিবেন তাহলে সব বুজতে পারবেন।


ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন। সাব্সক্রাইব করতে ভুলবেন না।

Ads